শুক্রবার, ৬ মার্চ ২০১৫

অভিজিৎ হত্যা তদন্ত শুরু করলেন এফ বি আই

Home Page » বিবিধ » অভিজিৎ হত্যা তদন্ত শুরু করলেন এফ বি আই
শুক্রবার, ৬ মার্চ ২০১৫



বঙ্গ নিউজ, শাহবাগ, ঢাকাঃ

fbi-1425630777_7706.jpg

আজ শুক্রবার থেকে অভিজিৎ হত্যা তদন্ত শুরু করলেন এফ বি আই । দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যান কাছে ফুটপাতে অভিজিৎহত্যার ঘটনাস্থলে পরিদর্শন করেন এফ বি আই সদস্যরা। বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় এ সময় তাদের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য যে,গত ২৬ ফেব্রুয়ারি আনুমানিক  রাত আটার দিকে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ওই জায়গাতেই হামলার শিকার হন ব্লগের অভিজিৎ এবং সেখানে তাকে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় তার স্ত্রী বন্যাও আহত হন, পরে তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে।

এফবিআই সদস্যরা ওই স্থানের ছবি তোলেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন। এরপর তারা যান সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্থানে। সেখান থেকে যান বাংলা একাডেমীর ভেতরে।

বাংলা একাডেমী প্রাঙ্গণ ঘুরে দেখার পর গোয়েন্দা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে পাশের পরমাণু শক্তি কমিশনের ফটকের সামনে ফুটপাতে আসেন তারা। এরপর রাস্তা পেরিয়ে আবার সোহরাওয়ার্দী সংলগ্ন ফুটপাতে ওঠেন এবং প্রথমবার ঘটনাস্থল দেখার প্রায় এক ঘণ্টা পর আবার সেখনে ফেরেন।

সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিতের দুটি বই বেরিয়েছে এবারের মেলায়। এ উপলক্ষে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের এক অনুষ্ঠানে সেই সন্ধ্যায় অংশ নেন অভিজিৎ ও বন্যা।

তারপর মেলা প্রাঙ্গণে বিজ্ঞান লেখকদের এক আড্ডায় যান তারা। সেখান থেকে ফেরার পথে টিএসসি পেরিয়ে এসে মিলন চত্বরের উল্টো দিকের ফুটপাতে ঘাতকের হামলার শিকার হন।
অভিজিৎ সেদিন যে পথ ধরে মেলায় এসে আবার ফিরে যাচ্ছিলেন, সেই পথ ধরেই হেঁটে হেঁটে অসংখ্য ছবি তোলেন এফবিআইয়ের চার সদস্য।

তারা ওই এলাকা ত্যাগ করার আগে কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, “আমাদের সহযোগিতা করার জন্য এফবিআই সদস্যরা গতকাল বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আজ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বইমেলার এলাকাও ঘুরে দেখেছেন। এর ভিত্তিতে তদন্তের কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের জানাব।”

হত্যাকাণ্ডের চার দিন পর ঢাকার যাত্রাবাড়ী থেকে শাফিউর রহমান ফারাবীকে গ্রেপ্তার করে র‌্যাব। ইন্টারনেটে ধর্মীয় উগ্রবাদের প্রচারক ফারাবী ফেইসবুকে অভিজিৎকে হত্যার হুমকি দিয়েছিলেন।

পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেও তদন্তে এ পর্যন্ত উল্লেখ করার মতো কোনো অগ্রগতির তথ্য তদন্তকারীরা দিতে পারেননি।

বাংলাদেশ সময়: ২২:০২:১৮   ৪৭২ বার পঠিত