বুধবার, ৪ মার্চ ২০১৫

হঠাৎ বৃষ্টিতে বসন্ত উৎসব নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গবাসী

Home Page » বিশ্ব » হঠাৎ বৃষ্টিতে বসন্ত উৎসব নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গবাসী
বুধবার, ৪ মার্চ ২০১৫



kolkata_rain_bg_307796536.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ লঘু চাপের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বসন্ত উৎসবের ঠিক আগে বৃষ্টি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গবাসী। অনেকের আশঙ্কা, বৃষ্টির এ প্রভাব পড়তে পারে দোল উৎসবে।

মঙ্গলবার (০৩ মার্চ) দিনগত রাত থেকে হালকা বৃষ্টি শুরু হলেও বুধবার (০৪ মার্চ) ভোর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি, সে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

আগামী ৪৮ ঘণ্টা লঘু চাপের এ প্রভাব বিরাজ করবে ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদফতর জানায়, ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। বুধবার সকালে কলকাতার তাপমাত্রা নেমে দাঁড়‍ায় ২০ ডিগ্রি সেলসিয়াস। রাতে এ তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টিপাতের ফলে ভারতজুড়ে ছড়িয়ে পড়া সোয়াই ফ্লু’র সংক্রমণও বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৩:০৩:২৪   ৩৬৫ বার পঠিত