বুধবার, ৪ মার্চ ২০১৫

অস্ত্র-বিস্ফোরকবাহী চীনা জাহাজ আটকে দিল কলম্বিয়া

Home Page » বিশ্ব » অস্ত্র-বিস্ফোরকবাহী চীনা জাহাজ আটকে দিল কলম্বিয়া
বুধবার, ৪ মার্চ ২০১৫



arms_646326453.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অস্ত্র ও বিস্ফোরক বহনের দায়ে চীনা পতাকাবাহী এক জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছে কলম্বিয়া কর্তৃপক্ষ। একই সঙ্গে জাহাজটি বাজেয়াপ্ত করা হয়েছে।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কিউবা অভিমুখী জাহাজটি গত সপ্তাহে ক্যারিবীয় বন্দর কার্টেগানায় থামানো হয়।

জাহাজটিতে তল্লাশি চালিয়ে প্রায় একশ’ টন বারুদ, ত্রিশ লাখ বিস্ফোরক এবং তিন হাজারের মতো গোলাবারুদ উদ্ধার করে কলম্বিয়া কর্তৃপক্ষ।

জাহাজটির রেকর্ডে শস্য বহনের কথা বললেও তল্লাশিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরিচালক লুইজ গঞ্জালেজ জানান, মালামাল পরিবহনের জন্য ক্যাপ্টেন উ হংয়ের কাছে যে তথ্য ছিল, প্রাপ্ত মালামালের সঙ্গে এর কোনো মিল নেই।

আটক ক্যাপ্টেনের বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনা হবে বলেও জানান লুইজ।

বাংলাদেশ সময়: ১২:৩০:০৯   ৩৭৪ বার পঠিত