মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন বিল গেটস
Home Page » অর্থ ও বানিজ্য » ২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন বিল গেটসহুমায়ন কবির, বঙ্গ নিউজ, ঢাকা:
২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন বিল গেটস । মেক্সিকান টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিমকে পেছনে ফেলে সেরার আসনটি দখল করে নেয় তথ্যপ্রযুক্তির জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত বছর তার মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার। এই নিয়ে গত ২০ বছরের মধ্যে ১৬ বার পৃথিবী সেরা ধনী নির্বাচিত হন তিনি। এ তালিকায় আরও আছেন
১। বিল গেটস - ইউএসডি ৭৯.২ বিলিয়ন
২। কার্লোস স্লিম - ইউএসডি ৭৭.১ বিলিয়ন
৩। ওয়াররেন বাফফেন - ইউএসডি ৭২ বিলিয়ন
৪। আমাঞ্চিয়া অরতেগা - ইউএসডি ৬৪.৫ বিলিয়ন
৫। লরি এল্লিসন - ইউএসডি ৫৪.৩ বিলিয়ন
৬। চারলেস কচ - ইউএসডি ৪২.৯ বিলিয়ন
৭। ডেভিত কচ - ইউএসডি ৪২.৯ বিলিয়ন
৮। ছ্রিস্তি ওয়ালতন - ইউএসডি ৪১.৭ বিলিয়ন
৯। জিম ওয়ালতন - ইউএসডি ৪০.৬ বিলিয়ন
১০। লিলিয়ান বেত্তের কউন্ত-ইউএসডি ৪০.১ বিলিয়ন
ভারতের বিখ্যাত ধনীদের মধ্যে ৩৯ নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। তিনি পর পর আটবার মুকেশ ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। বর্তমােন তার সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার।
এছাড়াও ভারতীয়দের মধ্যে ওই তালিকায় রয়েছেন দিলীপ সাংভি (৪৪ নম্বরে)। তাঁর সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। আজিম প্রেমজি রয়েছেন ৪৮ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯.১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৬ ১৪২৮ বার পঠিত