সোমবার, ২ মার্চ ২০১৫
র্যাবের কাছে অভিজিৎ হত্যার হুমকির বিষয়টি স্বীকার করেছেন ফারাবী
Home Page » সংবাদ শিরোনাম » র্যাবের কাছে অভিজিৎ হত্যার হুমকির বিষয়টি স্বীকার করেছেন ফারাবীবঙ্গ-নিউজ ডটকম,ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার হুমকির বিষয়টি স্বীকার করেছেন অভিজিৎ হত্যার প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবী। তিনি ফেসবুকে তাকে হত্যার হুমকি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এটি স্বীকার করেন তিনির্যাবের মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিজিৎ রায়ের ফেসবুক পর্যালোচনা করে দেখা যায়, ফারাবী বিভিন্ন সময় অভিজিৎকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
এর আগে যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবী গ্রেফতার করেছে র্যাব।
অভিজিৎ রায়কে হত্যা দুই ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আনসারুল্লাহ বাংলা সেভেন নামের একটি সংগঠন খুনের দায় স্বীকার করেছিল বলে সংবাদ সম্মেলনে জানান ওই র্যাব কর্মকর্তা।
এক বছর আগে ফারাবী তার এক ফেসবুক ফ্রেন্ডকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছিলেন। যেখানে তিনি বলেছেন, অভিজিৎ আমেরিকা থেকে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে।
বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়-রাফিদা আহমেদ বন্যা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। বইমেলায় গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বন্যা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৮ ২৩৬ বার পঠিত