সোমবার, ২ মার্চ ২০১৫

অবরোধ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

Home Page » জাতীয় » অবরোধ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
সোমবার, ২ মার্চ ২০১৫



court.jpgবঙ্গ-নিউজ ডটকমঃঅবরোধ ডাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে হরতাল ডাকার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা এবং সন্তোষজনক সময় না দিয়ে স্বল্প সময়ের নোটিশে হরতাল ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সকল রাজনৈতিক দলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম জানান, সব রাজনৈতিক দলসহ ৪৮ বিবাদীর প্রতি এ রুল জারি করা হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমে বিবৃতি দিয়ে হরতাল আহ্বান করা কোনো অপরাধ হচ্ছে কিনা এ বিষয়েও আদালত জানতে চেয়েছেন।
এফবিসিসিআইসহ চার ব্যবসায়ী সংগঠনের করা রিট আবেদনের ওপর গতকাল প্রাথমিক শুনানি গ্রহণ করেন আদালত।
শুনানিতে কোনো সংগঠন আলাদাভাবে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে রিট করতে পারে কি-না সে বিষয়েও জানতে চান আদালত।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৬   ২৪০ বার পঠিত