রবিবার, ১ মার্চ ২০১৫
বার্সাতেই থাকছেন মেসি
Home Page » এক্সক্লুসিভ » বার্সাতেই থাকছেন মেসিখোকন (বঙ্গ-নিউজ): মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় নাম লেখান লিওনেল মেসি। বার্সেলোনা ‘সি’ টিম ও ‘বি’ টিমের হয়ে । এখন খেলছেন মূল দলে। এক যুগেরও বেশি সময় ধরে বার্সেলোনার মূল দলের জার্সিতে ফুটবল মাতাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।
কিন্তু মেসি বার্সেলোনা ছাড়ছেন-এমন গুঞ্জন সাম্প্রতিক সময়ে বেশ চাউর হচ্ছে। মেসি বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবের জার্সিতে খেলছেন-এমনটা হয়তো তার ভক্তরা কল্পনাই করতে পারেন না। মেসি নিজেও হয়তো এমনটা চাইবেন না। চেলসির কোচ হোসে মরিনহোরও বিশ্বাস করেন, মেসি কখনোই বার্সেলোনা ছাড়বেন না।
ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গেজেটা ডেলো স্পোর্টকে মরিনহো বলেন, ‘মেসির বার্সেলোনা ছেড়ে দেওয়া দেখাটা খুব কঠিন একটা বিষয়। আমি মনে করি, মেসি সব সময় বার্সেলোনাতেই থাকবে। বার্সেলোনা মেসিকে ক্লাব ছাড়ার দরজা খুলে দেবে বলে আমি মনে করি না।’
চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি এ মৌসুমে দারুণ ফর্মে আছেন। সব ধরণের প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ৩৫ ম্যাচে ৩৭ গোল করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সিতে মেসিকে কখনো দেখতে হবে বলে মনে করেন না মরিনহো। চেলসির এই কোচ বলেন, ‘মেসি বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি পরে খেলছেন, এমনটা আমার দেখতে হবে না। আমি হয়তো ভুল। কিন্তু এটাই আমার অনুভূতি।তথ্য: গোল ডটকম
বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৫ ৩৫০ বার পঠিত