রবিবার, ১ মার্চ ২০১৫

স্টার্ক ৪৪ বছরের ইতিহাসে পঞ্চম স্থানে

Home Page » এক্সক্লুসিভ » স্টার্ক ৪৪ বছরের ইতিহাসে পঞ্চম স্থানে
রবিবার, ১ মার্চ ২০১৫



full_1177261988_1423912347.jpgক্রীড়া ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অনেকেই হয়তো ছয় উইকেট পেয়েছেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটের গেল ৪৪ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাত্র পাঁচজন বোলার ছয় উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

অসিদের এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন মিশেল স্টার্ক। যিনি একবার নয়, দুই-দুইবার ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। যার সবশেষটি ছিল শনিবার।

শনিবার তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ওভার বল করে ২৮ রান দিয়ে ৬ উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। মিশেল স্টার্ক ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে যারা ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন- গ্যারি গিলমার, কেন ম্যাকলে, অ্যান্ডি বাইকেল, গ্লেন ম্যাকগ্রা ও মিশেল জনসন। অবশ্য তাদের কেউ-ই একাধিকবার ছয় উইকেট পাননি। গেল ছয় সপ্তাহে মিশেল স্টার্ক এই কাজটি দুইবার করেছেন।

stark-1425212065.jpgলতি বছরের জানুয়ারি মাসে ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া জিতেছিল। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ছয় উইকেট নেন তিনি। কিন্তু এবার আর জয় পায়নি অসিরা। ৩৫ ওয়ানডেতে মিশেল স্টার্ক পাঁচ-পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

এ বিষয়ে মিলেশ স্টার্ক বলেছিলেন, এমন বল করার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এখনো অনুশীলন করে যাচ্ছি। আমি আগেও ছয় উইকেট পেয়েছি। আশা করছি ভবিষ্যতেও পাব। নিয়মিত উইকেট পাওয়াটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। ছয় উইকেট নিতে পেরে ভালো লেগেছে। কিন্তু দল জিতলে আরো ভালো লাগত।’

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৫   ৩১১ বার পঠিত