শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
‘বড় জয় নিয়েই মাঠ ছাড়ল বায়ার্ন’
Home Page » এক্সক্লুসিভ » ‘বড় জয় নিয়েই মাঠ ছাড়ল বায়ার্ন’ক্রীড়া ডেস্ক: জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কোলনের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট।
শুক্রবার নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। তৃতীয় মিনিটে গোলের সূচনা করেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। আর দশম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্ক রিবেরি।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অতিথিদের হয়ে একটি গোল শোধ করেন অ্যান্থনি উজাহ। তবে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আরিয়েন রোবেন ও ৭৫ মিনিটে রবার্ট লেভানদোস্কির গোলে বড় জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
তথ্য: গোল ডটকম
বাংলাদেশ সময়: ১৫:০৫:১৫ ৩২৮ বার পঠিত