শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
লতিফ সিদ্দিকী আইসিইউতে
Home Page » প্রথমপাতা » লতিফ সিদ্দিকী আইসিইউতেবঙ্গ-নিউজ ডটকমঃ সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টায় তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে বঙ্গনিউজকে জানান, লতিফ সিদ্দিকীকে গত বছরের ৬ ডিসেম্বর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সাধারণ বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানকার প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় তার অবস্থা গুরুতর হওয়ার তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
লতিফ সিদ্দিকীর শারীরিক অসুস্থতার ব্যাপারে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় কারাগারের এই সিনিয়র কর্মকর্তা জানান, লতিফ সিদ্দিকীর বয়সজনিত অসুস্থতা, হার্টে সমস্যা, লিভারে সমস্যাসহ বিভিন্ন রোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৯:১২ ৩৩৯ বার পঠিত