শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
সংহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ
Home Page » জাতীয় » সংহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশবঙ্গ-নিউজ ডটকমঃ সহিংসতার আগুনে পুড়ছে দেশ রুখে, দাঁড়াও বাংলাদেশ- এই স্লোগান নিয়ে বরিশালে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক কণ্ঠের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মীর মনিরুজ্জামান, গোবিন্দ সাহা, বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্টের স্পিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, ২০ দলের ডাকে হরতাল-অবরোধের নামে সারাদেশে চলছে নাশকতা। পুড়ছে মানুষ, ক্ষতি হচ্ছে দেশের সম্পদের। তারা সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে সহিংসতা পরিহারের আহ্বান জানান।
নাগরিক কণ্ঠ বরিশালের প্রতিনিধি পারভেজ রাসেলের সঞ্চালনায় এ কর্মসূচিতে বরিশালের সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:০৬:৪২ ৩৮৭ বার পঠিত