শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
১ মার্চ রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » ১ মার্চ রামু যাচ্ছেন প্রধানমন্ত্রীবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ১ মার্চ কক্সবাজারের রামু আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি ওইদিন সকাল ১১টায় হেলিকপ্টারে করে রামু পৌঁছে উপজেলার রাজারকুল ইউনিয়নে স্থাপিত নতুন সেনানিবাসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ সময় তিনি সেনাবাহিনীর একটি ডিভিশন, দু’টি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেড ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন।
প্রধানমন্ত্রীর সহকারী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ১ হাজার ৭৮৭ একর বিশাল জায়গা জুড়ে দ্রুত এগিয়ে চলছে পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের কাজ।
বাংলাদেশ সময়: ১১:২৪:৩৪ ৩৯২ বার পঠিত