শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
কলমাকান্দায় জুয়েল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় জুয়েল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধনকলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধিঃ জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাদে আমতৈল গ্রামের যুবলীগ কর্মী জুয়েল রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও পুলিশের তদন্ত কার্যক্রম ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উত্তাপিত হওয়ায় এলাকার কয়েক হাজার লোক উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ও যুবলীগের যুগ্ম আহব্বায়ক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। উল্লেখ্য গত ১৫ ফেব্র”য়ারী দিবাগত রাতে চাঞ্চল্যকর ও লোম হর্ষক এহেন হত্যাকান্ড সংগঠিত হয়। দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে জুয়েলের লাশ তেলীগাও বিলে ফেলে রাখে। এ ব্যাপারে পুলিশ ঘটনার দিন ২ জন কে গ্রেফতার করলেও পুলিশ মামলার তদন্ত কাজ ভিন্নখাতে নেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ২০:১৯:১৯ ৩৭৩ বার পঠিত