শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
‘খুনের জন্য খালেদা দায়ী’
Home Page » জাতীয় » ‘খুনের জন্য খালেদা দায়ী’বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ড কার্যালয়ের মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২’র সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মুহিত বলেন, খালেদা জিয়া জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চাইছেন। অবরোধ-হরতালের ডাক দিয়ে নাশকতা চালাচ্ছেন। দেশে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছেন।
এসব বিশৃঙ্খলা ও নাশকতাকারীদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এমএ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রোটারি ক্লাব ভারতের সাবেক গভর্নর নির্মল কুমার সিনভি, তার স্ত্রী রোটারিয়ান দিনা সিনভি, রোটারি ক্লাবের সাবেক গভর্নর ড. মঞ্জুরুল হক চৌধুরী, জেলা সেক্রেটারি ফয়সল আহমদ, রোটারিয়ান আতাউর রহমান পীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:২৪:৩১ ৩৩১ বার পঠিত