শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫

পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

Home Page » সংবাদ শিরোনাম » পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫



mrittu_sm_5189613572.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে হাবিবা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামের বাবরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবা খাতুন ওই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা হাফিজুল ইসলাম জানান, দুপুরে হাবিবা খাতুন তার কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় হাবিবা পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার পাল বঙ্গনিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:০৮   ৩২৫ বার পঠিত