শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধার মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধার মৃত্যুবঙ্গ-নিউজ ডটকমঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে মাইক্রোবাসের চাপায় সাজেদা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফ্রেবুয়ারি) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজেদা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বঙ্গনিউজকে জানান, দুপুরে সাজেদা সুনামগঞ্জ-সিলেট সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সাজেদা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৭ ২৮৫ বার পঠিত