শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
হাসিনার মুখে খালেদার শাস্তির কথা মানায় না
Home Page » জাতীয় » হাসিনার মুখে খালেদার শাস্তির কথা মানায় নাবঙ্গ-নিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শাস্তির কথা মানায় না বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘২১’র চেতনা-বর্তমান প্রেক্ষিত শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রুহুল আমিন গাজী বলেন, ‘খালেদা জিয়া তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছেন। আর আপনিতো (শেখ হাসিনা) একই দাবিতে জামায়াতকে সঙ্গে নিয়ে ১৭৩ দিন হরতাল পালন করেছিলেন। তখন কত লোক মারা গিয়েছিলো আপনি কি বলতে পারবেন? পারবেন না। কাজেই আপনার মুখে খালেদা জিয়ার শাস্তির কথা মানায় না।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে এ অবৈধ সরকার ক্ষমতায় এসেছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো দল অংশ নেয়নি। এছাড়া ওই নির্বাচনে দেশের ৫ শতাংশ ভোটারও ভোট দেননি। এই সংসদকে কোনোভাবেই গণতান্ত্রিক সংসদ বলা যাবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি সাবেক সচিব আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২৪:০৯ ২৯০ বার পঠিত