শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা চলছে
Home Page » আজকের সকল পত্রিকা » ১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা চলছেবিশেষ প্রতিনিধিঃহরতালের কারণে পিছিয়ে যাওয়া ১৮ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
আজ এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রীস্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২ (ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২) (খ্রিষ্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিরোধীজোটের ডাকা হরতালের কারণে ১৮ ও ২২ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানো হয়। পরে ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ সময়: ১১:০৭:০৮ ৩৭৯ বার পঠিত