বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৫
‘দিলশান ও সাঙ্গাকারা গ্রেট খেলোয়াড়’: মাশরাফি
Home Page » এক্সক্লুসিভ » ‘দিলশান ও সাঙ্গাকারা গ্রেট খেলোয়াড়’: মাশরাফিখোকন (বঙ্গ-নিউজ): প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পায় বাংলাদেশ। সেটা নিয়ে খুব বেশি উল্লসিত হয়নি টাইগারা।বাংলাদেশ দলের মূল মিশন ধরা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠেই গড়ায়নি ম্যাচ। না খেলেই উভয় দল একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
এরপর বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে অচেনা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চেনা শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। দিলশান ও সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়তারা।
পাহাড়সম! এই রান তাড়া করতে নেমে ২৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টাইগাররা বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায়। এই হারের কারণ হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দায়ি করেছেন বাজে ফিল্ডিংকে। পাশাপাশি সাঙ্গাকারা ও দিলশানের ব্যাটিংয়ে প্রশংসা করেন তিনি। আর প্রত্যয় ব্যক্ত করেন পরবর্তী ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর। তিনি এই ম্যাচকে টুর্মামেন্টে বাংলাদেশের সবচেয়ে বাজে ম্যাচ বলে উল্লেখ করেন।
মাশরাফি বলেন, ‘ফিল্ডিং আমাদের সর্বনাশ করেছে। তবে আমাদের বোলাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। ভালো বলও করেছে। পরবর্তী ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব। আশা করছি ইতিবাচক কিছু করতে পারব।’
দিলশান ও সাঙ্গাকারার প্রশংসা করে মাশরাফি বলেন, ‘দিলশান ও সাঙ্গাকারা গ্রেট খেলোয়াড়। তারা সেটা আজ আমাদের দেখিয়েছে। ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু আপনি চিন্তা করতে পারেন না। আমি মনে করি এটা এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বাজে ম্যাচ ছিল।’
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। ৫ মার্চ বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের খেলা শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০:৫৬:১৯ ৩৩৭ বার পঠিত