বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৫

‘এখনো থানায় পৌঁছায়নি খালেদার পরোয়ানা’

Home Page » প্রথমপাতা » ‘এখনো থানায় পৌঁছায়নি খালেদার পরোয়ানা’
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৫



url.jpgনিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখনও থানায় পৌঁছায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির কপি থানা পুলিশের কাছে পৌঁছানোর পর আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়ার জামিন বাতিল করে বুধবার তিনিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা- ৩ বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

ওইদিন বিকেলে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির কপি গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা থানায় পৌঁছায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:০২:৪৮   ৩৫০ বার পঠিত