বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
দুর্গাপুরে হরিনাম সঙ্কীর্তন
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে হরিনাম সঙ্কীর্তনতমাল সাহা,বিশেষপ্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শান্তি ও দেশমাতৃকার মঙ্গল কামনায় দশভূজা মন্দির প্রাঙ্গনে বুধবার থেকে ৪০ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রম্ম হরিনাম সংকীর্ত্তন ও অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু হয়েছে।
দশভূজা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী তারকব্রম্ম হরিনাম সংকীর্ত্তন যজ্ঞের শুভ অধিবাস, শ্রী শ্রী তারকব্রম্ম হরিনাম সংকীর্ত্তন, অষ্টকালীন লীলা কীর্ত্তন,কুঞ্জ ভঙ্গ,দধি মঙ্গল,ভোগরাগ ও মহন্ত বিধায় এর মধ্যে দিয়ে ৪ মার্চ অনুষ্টানের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৫ ১০৬৮ বার পঠিত