বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
পিলখানা ট্রাজেডি দিবস পালন করছে বিজিবি
Home Page » আজকের সকল পত্রিকা » পিলখানা ট্রাজেডি দিবস পালন করছে বিজিবিবিশেষ প্রতিনিধিঃ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিজিবি (সাবেক বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। নানা কার্যক্রমের মধ্যদিয়ে দিনটি পালন করবে বিজিবি।দিনের কর্মসূচি অনুযায়ী শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল রিজিওন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন এবং বিজিবির সকল মসজিদে এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
অন্যদিকে, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯ টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি, তিন বাহিনীর প্রধানগণ (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একত্রে) শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় পিলখানা বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়, পিলখানায় কর্মরত সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ অংশ নেবেন দোয়া ও মিলাদ মাহফিলে।
বাংলাদেশ সময়: ১৩:০২:২৯ ৬৬১ বার পঠিত