মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫
২৫ ফেব্রুয়ারি শোক দিবস ঘোষণার দাবি
Home Page » জাতীয় » ২৫ ফেব্রুয়ারি শোক দিবস ঘোষণার দাবিবঙ্গ-নিউজ ডটকমঃ পিলখানা হত্যাকাণ্ডের দিন ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে রাষ্ট্রপতির প্রতি দাবি জানিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এনডিএফ আয়োজিত পিলখানায় নিহত সেনাকর্মকর্তাদের স্মরণে আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
নিলু রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাষ্ট্র ও সেনাবাহিনীর অভিভাবক। নিহত ৫৭ জন সেনাকর্মকর্তা আপনার সন্তান। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়।
তিনি বলেন, আপনার সন্তান হলে কেন শোক দিবস ঘোষণা করবেন না। জাতি থেমে থাকবে না। আজকের শোক দিবস আগামীতে প্রতিরক্ষা দিবসে পরিণত হবে।
এবছর যদি সরকার সেখানে শহীদ মিনার নির্মাণ না করে তাহলে তিনি আগামীবছর রক্ত দিয়ে হলেও পিলখানায় শহীদ নির্মাণ করবে বলে জানান নিলু।
খালেদা জিয়ার সমালোচনা করে নিলু বলেন, ১৮ দলীয় জোটে থাকতে খালেদা জিয়াকে ২৫ ফেব্রুয়ারি শোক দিবস পালনের অনুরোধ জানিয়েছিলাম।
কিন্তু তিনি (খালেদা জিয়া) বলেছেন, পালনও করব না, শ্রদ্ধাও জানাবো না। কেন করবেন না তা বলেননি।
এনডিএফ’র পক্ষ থেকে জাতিকে আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) সেনাকর্মকর্তাদের স্মরণে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান নিলু।
তিনি বলেন, সাধারণ মানুষ হত্যা, হানাহানির রাজনীতি চায় না। এনডিএফ আগামী একবছরের মধ্যে দেশের নেতৃত্ব দেবে।
আলোচনা সভায় মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী, জাগো দলের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৫৯:৩৮ ৩৪৮ বার পঠিত