মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫
অভিনেতা হেলাল খান ফের দুই দিনের রিমান্ডে
Home Page » জাতীয় » অভিনেতা হেলাল খান ফের দুই দিনের রিমান্ডেবঙ্গ-নিউজ ডটকমঃ চলচ্চিত্র অভিনেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা হেলাল খানকে আবারও দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
গুলশান থানার একটি গাড়ি পোড়ানো মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর মামলার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ করেন।
গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে গুলশান থানার পুলিশ।
এর আগে বাড্ডা থানার একটি মামলায় (নম্বর ৩ (২) ১৫) দু’দিনের রিমান্ডে ছিলেন এ চলচ্চিত্র অভিনেতা।
১৬ ফেব্রুয়ারি বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:৫৬:৩৪ ৩৩৩ বার পঠিত