মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫

জব্বারের ফাঁসির আদেশ

Home Page » জাতীয় » জব্বারের ফাঁসির আদেশ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫



image_118838_0.jpg বঙ্গ-নিউজ ডটকম: জাতীয় পার্টির সাবেক সাংসদ পিরোজপুরের আবদুল জব্বারকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম জব্বারের বিরুদ্ধে এই রায় দেন।

এর আগে বেলা ১১টা ৭ মিনিটে এজলাসে আসেন ট্রাইব্যুনাল-১’এর তিন বিচারপতি।

আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল জব্বারের মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুরের জাতীয় পার্টির সাবেক এমপি ‘পলাতক’ আবদুল জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১২:২১:০১   ৩০৪ বার পঠিত