সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৫
নাগরিক ঐক্যের ও গণফোরাম এর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে ।
Home Page » বিবিধ » নাগরিক ঐক্যের ও গণফোরাম এর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে ।হুমায়ন কবির, বঙ্গ-নিউজ ডটকম:মাহমুদুর রহমান মান্না ও ড. কামাল হোসেন উপস্থিত না হওয়ায় নাগরিক ঐক্যের ও গণফোরাম এর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে ।
পূর্বঘোষিত কর্মসূচি তে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সোমবার বিকেল ৪টায় গণমিছিল করার কথা ছিল এবং মিছিলে অংশ নিতে নাগরিক ঐক্যের বেশ কিছু সংখ্যক কর্মী উপস্থিত হয়েছিলেন, কিন্তু আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না উপস্থিত না হওয়ায় গণমিছিল স্থগিত করে তোপখানা রোড়ে দলীয় কার্যালয়ে ফিরে যান কর্মীরা। এ সময় নাগরিক ঐক্যের কর্মীদের ঘিরে শতাধিক পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়।
নাগরিক ঐক্যের সদস্য ইফতেখার আহমেদ বাবু বলেন, অনিবার্য কারণে গণমিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে মিছিলের তারিখ জানানো হবে।
সর্বশেষ আমরা জানতে পারি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তোপখানা রোড়ে দলীয় কার্যালয়ে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১২:২৩ ২৯০ বার পঠিত