সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৫

মাহমুদুর রহমান মান্নার টেলিফোনালাপ ফাঁস

Home Page » বিবিধ » মাহমুদুর রহমান মান্নার টেলিফোনালাপ ফাঁস
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৫



বঙ্গ-নিউজ ডটঃসাম্প্রতিক কালে সুশীল ও নাগরিক ঐক্য সদস্য মাহমুদুর রহমান মান্নার দুটো টেলিফোনালাপ ফাঁস হয়ে গেলে পুরো দেশে তোলপাড় সৃষ্ণি হয়। তিনি ওই গোপন টেলিফোন আলাপের একটিতে বিএনপি নেতা খোকাকে বলেছেন-‘ইউনিভার্সিটিতে মারামারিতে গেলো দুই তিনটা। কিন্তু এতে পুরো বাংলাদেশ কেঁপে যাবে’। অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তিনটা ছাত্রের লাশ চাচ্ছেন, যাতে সরকার ও পুরো বাংলাদেশ কেঁপে উঠবে! আর এভাবেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন!

অদ্ভূত ব্যাপার হচ্ছে, পুরো টেলিফোনালাপে তিনি টকশোর কথা অনেকবার বলেছেন। এও বলেছেন- টকশোর কথা এখন অনেক গুরুত্বপূর্ণ, দেশের মানুষজন এখন এই সব কথা গুরুত্ব সহকারে শোনে।

এর চেয়েও বড় ব্যাপার, তিনি আরেকজন নামকরা সাংবাদিকের নামও বলেছেন ওই টেলিফোন আলাপে। তার পুরো কথাবার্তায় মনে হয়েছে- টেলিভিশনে যারা তাদের ডাকা, তারাও বিষয়গুলো কিছু না কিছু জানে। এমনকি কারা টেলিভিশনে যাবে সেটিও নাকি তাকে জিজ্ঞেস করা হয় এবং তিনি ঠিকও করে দেন!

ফোনালাপের এক পর্যায়ে মান্না বলেন, ‘আমি আরও কয়েকজনকে দিয়ে বলিয়েছি, আরও কয়েকজন বলবে’! অর্থাৎ অন্য অনেকেই যারা সুশীল বা বুদ্ধিজীবী বনে গিয়ে টকশোতে যান তারা তাদের নিজেদের বুদ্ধিতে কথা বলছেন, নাকি এই রকম মান্নাদের বুদ্ধিতে কথা বলছেন এটিও এখন একটি বড় প্রশ্ন।

তাহলে কি দাঁড়াচ্ছে! মান্না না হয় লাশ চাওয়া সুশীল বুদ্ধিজীবী হয়ে গেলেন ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের টেলিভিশনে যে সব টকশো হয় সেগুলো কিভাবে হয়, কি কারণে হয়, কার ফায়দার জন্য হয়- এ বিচার কে করবে! যারা এই মান্নাদের সুশীল বানাচ্ছেন, বুদ্ধিজীবী বানাচ্ছেন তাদেরও এখন কাঠগড়ায় দাঁড় করানোর সময় হয়নি কি?

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫২   ৩১১ বার পঠিত