সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৫
দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও সোলার বিতরণ
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও সোলার বিতরণতমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃজেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও সোলার বিতরণ করা হয় ।
সোমবার উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ৪৯ টি সোলার ও ২৮ বান্ডেল টিন দেওয়া হয়। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু,কৃষক লীগ সভাপতি আব্দুল্লাহ্ হক, সাধারণ সম্পাদক স্বাপন হাজং, শ্রমিক লীগ নেতা শীতল সরকার,মোঃ আঃ করিম,যুবলীগ নেতা মোঃ আবুল কাশেম, মোঃ উজ্জ্বল সরকার প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৫ ৩৪৩ বার পঠিত