রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫
দুর্গাপুরে প্রাচীনতম সুসঙ্গ মহারাজার প্রতিষ্ঠিত লাইব্রেরী ঘরের উদ্বোধন
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে প্রাচীনতম সুসঙ্গ মহারাজার প্রতিষ্ঠিত লাইব্রেরী ঘরের উদ্বোধনতমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃজেলার দুর্গাপুর পৌরসভার উকিলপাড়ায় সুসঙ্গ মহারাজার প্রতিষ্ঠিত কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী‘র পূনঃ নির্মিত ঘরের উদ্বোধন করা হয় শনিবার সন্ধ্যায়।
সুসঙ্গ মহারাজা ১৩৪৮ বঙ্গাব্দে এই লাইব্রেরী প্রতিষ্ঠিত করেন। লাইব্রেরী ঘরটি জরাজীর্ন হওয়ায় প্রায় ১৫ বছর পূর্বে তৎকালীন পরিচালনা কমিটি নিলামে বিক্রয় করে দেন। প্রশাসন ও সুশীল সমাজের উদ্যেগে ২০১৪ ইং সালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমূল সাহাদাৎ বাবুলকে আহবায়ক করে পুনঃরায় লাইব্রেরী ঘরটি‘র নির্মান কাজ শুরু হয় এবং ২০১৪ সালেই ঘরটির কাজ সমাপ্ত হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী ঘরের শুভ উদ্বোধন করেন স্থানীয় এম,পি ছবি বিশ্বাস।
এ উপলক্ষে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাইব্রেরী পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
স্থানীয় এম,পি ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ষীয়ান নেতা দূর্গা প্রসাদ তেওয়ারী, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, ওসি মোঃ রেজাউল ইসলাম খান,মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি,মোঃ আব্দুল্লাহ্ হক,পৌর মেয়র শ,ম জয়নাল আবেদীন,উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমূল সায়েদাৎ বাবুল,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারিজ বেগ,মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,সুজন সভাপতি অজয় সাহা,যুবলীগ নেতা আঃ হান্নান প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ২মাসের মধ্যে লাইব্রেরীটিকে পূর্নাঙ্গ রুপ দিয়ে চালু করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫১:৩৫ ৩৩৩ বার পঠিত