রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী শিবাজী পাঁজা আটক

Home Page » সংবাদ শিরোনাম » পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী শিবাজী পাঁজা আটক
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃকলকাতা: ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী শিবাজী পাঁজা বাংলাদেশ থেকে কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গে আটক হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কলক‍াতা বিমানবন্দরে নাম‍ার পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটক করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দিল্লি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শিবাজী পাঁজা পেশায় একজন শিল্পপতি। তিনি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত।

গত ১৯ ফেব্রুয়ারি, দিল্লি পুলিশ একটা অর্থ বিষয়ক মামলায় তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় তাকে আটক করে অভিবাসন দপ্তর।

মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীর এই আটকের ঘটনায় পশ্চিমবঙ্গে যথেষ্ট চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩ ৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৩৩   ৩৩৮ বার পঠিত