রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫
মালাগার কাছে হেরে বসলো বারসিলোনা
Home Page » খেলা » মালাগার কাছে হেরে বসলো বারসিলোনাস্পানিশ লা লীগঃ
হুমায়ন কবির, বঙ্গ-নিউজ ডটকমঃ
অবশেেষ হেরে বসলো বারসিলোনা । ব্রাজিল ফুল ব্যাগ দানি আলবেস এর সাত মিনিটের
ভূল ব্যাক পাসস বল পেয়ে যান মালাগার জুয়ানি এবং ঐ এক সুযোগে গোল করে বসেন তিনি। বাকি ৮৩ মিনিট অনেক চেচছা করে গোল শোধ করতে বার্থ হয় মেসি বাহিনি। ফলে হার নিয়ে মাট ছারতে হয় বাসাকে। উল্লেখ যে, দুদলের শেষ খেলায় গোল শূন্য ড্র হয়েছিল।
বাংলাদেশ সময় ১২ঃ ১৩, ২২ ফেব্রুয়ারী, ২০১৫
বাংলাদেশ সময়: ০:১৭:৫৬ ৩৩২ বার পঠিত