শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫

কতদিন দেখিনি তোমায়- ডা.সুরাইয়া হেলেন

Home Page » সাহিত্য » কতদিন দেখিনি তোমায়- ডা.সুরাইয়া হেলেন
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫



21st-february-1953.jpgকতদিন শহীদ মিনারে যাইনি,

কতদিন একুশের ভোর দেখিনি !

কতদিন সারারাত জেগে,ঘুরে ঘুরে,
নন্দীবাড়ি আর বসুদের বাগান উজাড়
করে,ফুল তুলে আনিনি !
কতদিন ভাইবোন,ছোটকা,পাড়ার আপু
ভাইয়াদের সাথে রাতভর ফুলপাতায়
তোড়া-বুকেট বানানোর কসরত করিনি!
কতদিন কালো ভেলভেট ফিতা কেটে
শোক-ব্যাজ তৈরীতে নিমগ্ন সময় কাটাইনি!

কতদিন মায়ের আলমারি খুলে কালোপাড়
সাদাশাড়ি,ব্লাউজ ধুয়ে ইস্ত্রি করে একুশের
প্রস্তুতিতে ব্যস্ত অস্থির ঘর-বার করিনি!
কতদিন খালি পায়ে ভোরের শিশির ভেজা
পথের এই বাংলার ধুলামাটি মেখে,মিছিলে
মিছিলে,ফুল হাতে প্রভাতী, ‘আমার ভাইয়ের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গেয়ে
মিনারের পাদদেশে ফুল শ্রদ্ধা নিবেদন করিনি!
কতদিন,কতদিন,সে আজ কতদিন……….!!

ও আমার একুশে,কেমন আছো তুমি?
ও আমার শহীদ মিনার,কেমন আছো তুমি?
ও আমার বাংলা ভাষা,কেমন আছো তুমি?
ও আমার বাংলা মা’গো,কেমন আছো গো তুমি?
কেমন আছো মা’গো,কেমন আছো তুমি?
Bongo News
Like ·

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৬   ৪১৪ বার পঠিত