সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৩
পিরিতের ভ্রমর-এ্যাডভোকেট শামীম উল আলম
Home Page » সাহিত্য » পিরিতের ভ্রমর-এ্যাডভোকেট শামীম উল আলম“পিরিতে মজেছে মন,
কিবা হাড়ি কিবা ডোম”।
প্রেম কোন জাত মানেনা-
তবে জাত-পাতের ব্যাপারটা পৌরাণিক হলেও
ধনী-গরীবের মাঝে আছে বিস্তর ফারাক ।
তবুও প্রেম আসে, প্রেম হয়-
আসলে প্রেম কোন নিয়ম মেনে চলেনা ।
ফুলের গন্ধে উড়ে মধুকর,
আকৃষ্ট ভ্রমর ছুটে যায় গোলাপের বনে ।
অবশ্য ভ্রমরেরা শুধু গোলাপই নয়
ছুটে যায় শিউলি, বকুল গন্ধরাজের কাছেও ।
মোম আবৃত মৌচাকে বসে রয় রানী,
শ্রমিক মধুকর বিচরণ করে ফুলে ফুলে ।
জাত-গোত্র কখনো বিবেচ্য হয় না
কারণ, প্রেমিকেরা কোন গোত্রের নয়
মধু লোভী ভ্রমর ফুলের কাছে যাবেই যাবে।
বাংলাদেশ সময়: ১৩:১১:৫০ ৫৭৭ বার পঠিত