শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫
মাতৃভাষা দিবসে মুক্তিযোদ্ধার সন্তানের পুষ্পস্তবক অর্পণ
Home Page » প্রথমপাতা » মাতৃভাষা দিবসে মুক্তিযোদ্ধার সন্তানের পুষ্পস্তবক অর্পণবঙ্গ-নিউজ ডটকমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের নেতারা বলেন, দেশে গণতন্ত্র আর মানুষের ভোটাধিকার আন্দোলনের নামে যেভাবে সাধারণ নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাদের পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে, এই বর্বরতাকে কোনোভাবেই গণতন্ত্রের জন্য আন্দোলন বলা যাবে না। এটা মানবের বিরুদ্ধে জঙ্গি ও দানবের যুদ্ধ ঘোষণার মতো।
নেতৃবৃন্দ এই যুদ্ধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জঙ্গি দানবদের হাত থেকে মানবের মুক্তির জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, একাত্তরের পাকিস্তানি বাহিনীর দোসর, এদেশিয় দালাল, রাজাকার, আল-বদর, আল-শামসের সহযোগিরাই দেশ জাতিকে ধ্বংসের নীল-নকশা এটে পেট্রোল বোমা নিয়ে এখন রাস্তায় নেমেছে। মুক্তিযোদ্ধার সন্তানরা কোনোভাবেই এ অবস্থা মেনে নিতে পারে না। যে কোনো মূল্যে এ ধ্বংসযজ্ঞ থেকে আমাদের পিতার অর্জিত লাল সবুজের পতাকা ও মানচিত্রকে রক্ষা করতে হবে।
‘এই সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলতে হবে’- এই শপথও নেন তারা অমর একুশের দিনে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দীন, শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, হামিম আহমেদ চৌধুরী তুহিন, ইমরুল কায়েস রানা, ডা. আব্দুল্লাহ শিবলী, ডা. সুব্রত ঘোষ, সহ-সভাপতি শফিউল বারী রানা, ওমর ফারুক সাগর, যুগ্ম-সম্পাদক হারুনুর রশীদ রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:০৬:১২ ৩৩৯ বার পঠিত