শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫

ভিশন ২০২১’র সাফল্য চাইলেন ব্রিটিশ স্পিকার ব্যারোনেস

Home Page » প্রথমপাতা » ভিশন ২০২১’র সাফল্য চাইলেন ব্রিটিশ স্পিকার ব্যারোনেস
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫



pmsm_724816477.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র অব্যাহত থাকবে বলে আশা করেছেন ঢাকায় সফররত ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গণতন্ত্র ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্রিটিশ স্পিকার।

গণভবনে শনিবার সকালে এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মসূচির কথা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।

শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যারোনেস ডি সুজা।

এই ধারা অব্যাহত থাকলে সরকারের ভিশন ২০২১ সফলভাবে অর্জিত হবে বলেও মনে করেন এই ব্রিটিশ নেতা।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব আবুল কালাম আজাদ, বিট্রিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩২   ৩২৩ বার পঠিত