শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫

ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে

Home Page » প্রথমপাতা » ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৫



banajir__3__252863938.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঐক্যবদ্ধভাবে চলমান সংকট উত্তরণ করতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বেনজির আহমেদ বলেন, ভাষা আন্দোলনের চেতনায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। একুশের চেতনায় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। এজন্য র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৪৭   ২৫১ বার পঠিত