শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০১৫
রাজধানীতে বিএনপির ১১ নেতাকর্মী আটক
Home Page » জাতীয় » রাজধানীতে বিএনপির ১১ নেতাকর্মী আটকবঙ্গ-নিউজ ডটকমঃচলমান নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আটকের বিষয়টি বঙ্গনিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, চলমান হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এইসবের পরিকল্পনার দায়ে তাদের আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১:৩৮:৩৬ ৩০৯ বার পঠিত