শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০১৫

সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ

Home Page » জাতীয় » সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০১৫



a-ahs.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চলমান সংকটের সমাধানের উপায় খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করেছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন।

এছাড়া স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে গঠনমূলক সংলাপ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে বানকি মুন এ আহ্বান জানান।

ওয়াশিংটনে চলমান ‘সহিংস চরমপন্থা মোকাবেলায় হোয়াইট হাউস সামিট’-এর ফাঁকে এক সাইডে লাইন বৈঠকে অংশ নেন তারা।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানিতে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে ভূমিকার জন্য বাংলাদেশকে ফের অভিনন্দন জানান।

বৈঠকে তারা জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১১:২৩:৪৭   ৩০৩ বার পঠিত