বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
ইসরাইল থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র কিনবে ভারত
Home Page » বিশ্ব » ইসরাইল থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র কিনবে ভারতবঙ্গ-নিউজ ডটকমঃ ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র কেনার জন্য একটি চুক্তি সই করতে যাচ্ছে ভারত। এসব অস্ত্রের মধ্যে ফ্যালকন অ্যাওয়াক্স বিমান ও চারটি অ্যারোস্ট্যাট রাডার থাকবে।
বুধবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোনের ভারত সফর করার কথা। এ সফরে অস্ত্র চুক্তিটি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ব্যাঙ্গালুরু শহরে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনী উপলক্ষে ইয়রোণ ভারত সফর করছেন। প্রতি দুই বছর অন্তর ভারত এ প্রদর্শনীর আয়োজন করে থাকে।দিল্লিতে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র ওহাদ হোরসান্দি অস্ত্র চুক্তি সম্পর্কে বলেন, “যখন প্রযুক্তি হস্তান্তরের প্রশ্ন তখন ইসরাইল উদার। কিছুদিন আগে থেকে ভারত ও ইসরাইল ক্রেতা-বিক্রেতার সম্পর্কের পরিবর্তে সমতা-ভিত্তিক যৌথ উৎপাদনের শক্তিশালী ব্যবস্থা করেছে।”
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ইসরাইল ও আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চাইছে যাতে সোভিয়েত আমলের রুশ অস্ত্রের পরিবর্তে উন্নত অস্ত্রের ব্যবস্থা করা যায়। এজন্য তিনি ভারতকে অস্ত্র উৎপাদনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে চান।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৩১ ৩৪০ বার পঠিত