বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে
Home Page » জাতীয় » কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারেবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দুপুর একটার দিকে লাল কাপড়ে মুড়ে মৃত্যু পরোয়ানাটি কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।এর আগে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারপতি। মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের পর এটি তারা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে পাঠান।
গতকাল বুধবার মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপির অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের অনুলিপি প্রকাশের পর বুধবার রাতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠান।
বাংলাদেশ সময়: ১৫:১২:৫০ ৩৬৩ বার পঠিত