বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫

১৫ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান

Home Page » আজকের সকল পত্রিকা » ১৫ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫



padak-1424325844.jpgবিশেষ প্রতিনিধিঃসমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পেলেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের একুশে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তদের বিভিন্ন অবদানের মধ্যে ভাষা আন্দোলনে একটি, মুক্তিযুদ্ধে একটি, ভাষা ও সাহিত্যে দুটি, শিল্পকলায় তিনটি, শিক্ষায় দুটি, গবেষণায় একটি, সাংবাদিকতায় একটি, গণমাধ্যমে একটি ও সমাজসেবায় তিনটি পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্তরা হলেন : ভাষা আন্দোলনের জন্য পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আবদুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্ণাধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩৩   ৩৯৯ বার পঠিত