বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
এবার ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১ ।
Home Page » সংবাদ শিরোনাম » এবার ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১ ।Published: 2015-02-19 11:30:19 Thursday
বঙ্গ-নিউজঃ এবার ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত। আমরা খবর নিয়ে জানতে পারি নিহেতের নাম রফিকুল ইসলাম ওরফে খোকন (৪০), পুলিশ জানিয়েছে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী তৎপরতায় সাথে জড়িত ত্থাকার প্রমাণ আছে তাদের কাছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানিয়েছেন, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীবাজার এলাকায় বুধবার রাত ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় ।
তিনি বলেন, “তালিকাভুক্ত সন্ত্রাসী খোকনকে ধরতে রাতে সোহাগীবাজারে অভিযানে গেলে খোকন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ খোকনকে পড়ে থাকতে দেখা যায়।”
তাকে উদ্ধার পর ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আখতার। তিনি আরও বলেন যে, ‘গোলাগুলিতে’ তিনি নিজেসহ চার পুলিশ সামান্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫১:৪৩ ৩২৯ বার পঠিত