বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
রাজধানীতে আটক ২৪ জন
Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীতে আটক ২৪ জনবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত-শিবিরের ২৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর থানা পুলিশ ও ডিবি।গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি’র ১৯ জন, জামায়াত-শিবিরের ৫ জন নেতাকর্মী রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রমনা, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, ওয়ারী, সূত্রাপুর, মিরপুর, রূপনগর, পল্লবী, ভাষানটেক ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৫:৪৭ ৩৪৬ বার পঠিত