বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫

ব্যতিক্রমধর্মী মনকাব্য “মনপাখি” এর মোড়ক উন্মোচন

Home Page » এক্সক্লুসিভ » ব্যতিক্রমধর্মী মনকাব্য “মনপাখি” এর মোড়ক উন্মোচন
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫



1503363_10206156762259176_6080373130144526135_n.jpgএ. এস. এম. ফারহান, বঙ্গ-নিউজঃ মহান ভাষা আন্দোলনের এই মাসে বিপুল সমারোহে চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিন মোড়ক উন্মোচিত হচ্ছে নানা শ্রেণী-পেশার বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, কবিতাসহ নানা ধাঁচের বই। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকেল ৪ টায় অমর একুশে বইমেলার নজরুল মঞ্চে উন্মোচিত হবে তরুণ লেখক সম্মান মোহাম্মদের ব্যতিক্রমধর্মী মনকাব্যের বই “মনপাখি”। বইটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব লুৎফর রহমান জয়। মূলত তার অনুপ্রেরণাতেই এই বইয়ের প্রকাশ। যে কারনে লেখক তার বইটি বিশিষ্ট লেখক ও গবেষক জনাব লুৎফর রহমান জয়কেই উৎসর্গ করেছেন। বইটিতে ১৬০০০ লাইন সংবলিত একটিমাত্র কবিতা রয়েছে যার নাম মনপাখি। একটিমাত্র কবিতা দিয়ে পুরো একটি বই লিখার বিরল কাজটি করে দেখিয়েছেন তরুণ লেখক সম্মান মোহাম্মদ। তার জন্য বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে রইল অশেষ শুভকামনা।

বাংলাদেশ সময়: ২:২৬:২৪   ৩৫৮ বার পঠিত