বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫
মানিক মিয়া এভিনিউ এ ককটেল বিস্ফোরণ
Home Page » সংবাদ শিরোনাম » মানিক মিয়া এভিনিউ এ ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ, ঢাকাঃ
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ আড়ং এর সামনে রাত আনমানিক সাড়ে আট টাই ৪ থেকে ৫ টি ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটে । এ ঘটনাই কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি ।
প্রত্যক্ষ দর্শীরা জানাই, ককটেল গুলো যানবহন বা পথচারীর নাগালের বাহিরে পরায় কোন অপ্রিত্যকর ঘটনা ঘটে নাই । প্রত্যক্ষ দর্শীরা আরও বলেন যে, ককটেল বিস্ফোরণ এর পর চারদিকে ধোঁয়ায় আছন্ন হয়ে যায় এবং লোকজন যে যার মত ছুটে নিরাপত জায়গায় আশ্রয় নেয় ।
হুমায়ন কবির
বাংলাদেশ সময় ২২ঃ২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বাংলাদেশ সময়: ২২:২১:১৫ ৩১৬ বার পঠিত