বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

Home Page » জাতীয় » দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫



bd-cric.jpgবঙ্গ-নিউজঃবিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার তারা ১০৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬২। আফগানিস্তানের পক্ষে ৬৫ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাম্মদ নবী। এছাড়া সামিউল্লাহ ৯২ বলে করেন ৪২ রান।বাংলাদেশের পক্ষে মাশরাফি ৩ টি ও সাকিব ২টি উইকেট নিয়েছেন। এছাড়া রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট দখল করেন।

৮৩ বল খেলে ৭১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

এর আগে ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৭ রান।

আজ বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ০.৪ ওভারে রানের খাতা খুলে এই উদ্বোধনী জুটি। ধীরে ধীরে দলে রান যোগ করেন তারা। তবে বেশি দূর যেতে পারেননি এ জুটি। ১৪.৩ ওভারে ৪৭ রানের পার্টনাশিপে ভাঙন ধরে।
ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ধরা পড়েন তিনি। ক্রিজে আসেন সোম্য সরকার। ১৬.৪ ওভারে ব্যক্তিগত ২৯ রানে আউট হন এনামুল হক। তার পথ ধরেন সৌম্য সরকার।
এ সময় দলের হাল ধরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকের সাথে জুটি বেধে দলকে অনেকটা এগিয়ে নেন। অর্ধশত করেন দু’জনেই।
এক ছক্কা ও ছয় বাউন্ডারিতে ৭৩ রানের চমৎকার ইনিংস সাজান মুশফিক।
এর আগে ৬৩ রানে সাজঘরে ফিরেন সাকিব।
এরপর একে একে আউট হন সাব্বির রহমান, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুমিনুল হক ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট পান হামিদ হাসান, শাপুর জরদান, আফতাব আলম ও মিরওয়াইস আশরাফ। একটি উইকেট তোলেন অধিনায়ক মোহাম্মদ নবী।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পাল্লায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে একবার। আর তাতে হেরেছে বাংলাদেশ।
গত এশিয়া কাপে বাংলাদেশকে চমকে দিয়েছিল আফগানিস্তান। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব-তামিমদের কোণঠাসা করে জয় তুলে নিয়েছিল দলটি। ওই প্রাপ্তি আফগানিস্তানের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। তবে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আফগানরা। মাশরাফিদের অনুপ্রেরণায় থাকছে ওই ম্যাচের স্মৃতি।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), জাভেদ আহমদি, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, নজিবুল্লাহ জরদান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জরদান ও হামিদ হাসান।

বাংলাদেশ সময়: ২০:২১:০১   ৩৪২ বার পঠিত