বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫
জামায়াতের নবম শীর্ষ নেতা সুবহানের ফাঁসি
Home Page » সংবাদ শিরোনাম » জামায়াতের নবম শীর্ষ নেতা সুবহানের ফাঁসিপ্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:৫০:৩৮বঙ্গ-নিউজ, ঢাকা : একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।
প্রসিকিউশনের আনা নয় অভিযোগের মধ্যে ছয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছ গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের এবং ৬টিই প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। উল্লখে যে, সুবহান হলেন জামায়াতের নবম শীর্ষ নেতা, যিনি একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দোষী প্রমাণিত হলেন।
হুমায়ন কাবির
বাংলাদেশ সময়: ১৩:০৯:২৯ ৩০৯ বার পঠিত