বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫

খেলা শুরুর অপেক্ষায় বাংলাদেশ

Home Page » আজকের সকল পত্রিকা » খেলা শুরুর অপেক্ষায় বাংলাদেশ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৫



141201123507_bangla_cricket_640x360_focusbangla.jpgবিশেষ প্রতিনিধিঃএবারের বিশ্বকাপে বাংলাদেশ তার প্রথম খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছে।মাঠে গিয়ে খেলা দেখছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাসিন্দা আশা নাজনিন।

মাঠে ঢোকার কিছুক্ষণ আগে বিবিসি বাংলাকে বলছিলেন নিজের দলকে উৎসাহ দিতে ব্যাপক আগ্রহ নিয়ে মাঠে যাচ্ছেন তিনি।

ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উত্তেজনা রয়েছে বলছেন তিনি।

কিন্তু ক্রীড়া বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য এই খেলাটি অতটা সহজ হবে না।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে আফগানিস্তান।

নির্ভীক ক্রিকেট খেলে এরই মধ্যে নজর কেড়েছে নবাগত এই দলটি।

অস্ট্রেলিয়া থেকে ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার বলছেন, বাংলাদেশ হারলে তিনি অবাক হবেন না।

তার মতে প্রায় ১৫ বছর হলো টেস্ট খেলছে বাংলাদেশ কিন্তু এই সময়ের মধ্যে দলটির যতটা এগুবার কথা ছিল তা হয় নি।

তাই বাংলাদেশকে আয়ারল্যান্ড, আফগানিস্তান বা ইউএইর মতো দল এখনো বিপদে ফেলতে পারে।

ভারত ও অস্ট্রেলিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে আফগান খেলোয়াড়দের পারফরম্যন্স লক্ষণীয় ছিল বলছিলেন মি: মজুমদার।

তার মতে ক্যানবেরার পিচ বাউন্সারের জন্য খুবই উপযোগী।

আফগান পেসারদের গতি আর তাদের বাউন্সার খেলা বাংলাদেশের জন্য মুশকিল হয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন।

বাংলাদেশের সাথে শেষ মুখোমুখি একদিনের আন্তর্জাতিকে গতবছরের এশিয়া কাপে বাংলাদেশে বসেই স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১০:১৯:০০   ২৯২ বার পঠিত