মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৫

আবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস জঙ্গিরা

Home Page » বিশ্ব » আবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস জঙ্গিরা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৫



১৭ ফেব্রুয়ারি,২০১৫
আন্তর্জাতিক ডেস্ক
বঙ্গ-নিউজ
বাগদাদ,ইরাক: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা পশ্চিম ইরাকের শহর আল-বাগদাদীতে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে। স্থানীয় পুলিশ প্রধান কর্নেল কাসিম আল-ওবায়েদি এ খবর জানিয়েছেন।

তবে নিহতরা কারা এবং কেন তাদের হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ওবায়েদি মনে করছেন, নিহদের মধ্য কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল বলে
ধারনা করা হচ্ছে।

আইএস যোদ্ধারা গত সপ্তাহে ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটির নিকটবর্তী এ শহরটির বেশ কিছু এলাকা নিজেদের দখলে নেয়।

কর্নেল ওবায়েদি জানান, নিরাপত্তা কর্মীদের বাড়ী-ঘর এবং স্থানীয় কর্মকর্তারা এখন আইএসের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিনত হয়েছে।

এজন্য তিনি সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ সাহায্যের আবেদন জানান।

তবে এলাকাটিতে চলমান যুদ্ধ এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

চলতি মাসের শুরুর দিকে আইএস জঙ্গিরা জর্ডান বিমান বাহিনীর এক পাইলটকে পুড়িয়ে মারা একটি ভিডিও প্রকাশ করে। গত ডিসেম্বরে তার বিমানটি সিরিয়াতে বিধ্বস্ত হলে তিনি আইএসের হাতে আটক হন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২১:৪১:৩২   ২৭০ বার পঠিত