মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৫

ফের বাড়ল হরতালের সময়

Home Page » জাতীয় » ফের বাড়ল হরতালের সময়
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৫



hartal1_0.jpgবঙ্গ-নিউজঃআবারো বাড়ানো হয়েছে হরতালের সময়। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।এর আগে, রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।
২০ দলের পক্ষে মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে জানানো হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতাকর্মীকে হত্যা, গুলি করে আহত, গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র, বিচার ব্যবস্থায় হস্তপে ও কুগিতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া বিএনপি ও ২০ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা ও সব রাজবন্দির মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল ডাকা হয়েছে। শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫২   ৩১৫ বার পঠিত